ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যার পর লাশ এখানে ফেলে রাখা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সকাল ৭টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। গলায় বিদ্যুতের তার প্যাঁঁচানো ছিল। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, আজ ভোরে স্থানীয়রা ব্রিজের পাশে ওই তরুণীর লাশ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তার পরনে কালো রঙের বোরকা ও লাল রঙের পাজামা রয়েছে।