ঢামেক প্রতিনিধি
রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আশরাফ হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মুগদার পূর্ব মানিকনগরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রাতে মানিকনগরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান ওই যুবক। তাঁর নাম আশরাফ (৩০)। বাবার নাম আকবর হোসেন। গ্রামের বাড়ি দিনাজপুর জেলার কোতোয়ালিতে।’
আল আমিন আরও জানান, এই ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।