রাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় অভিযুক্ত এক নারীকে আটক করা হয়েছে। শিশুটিকে তার বাবা–মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে ডাকাতির ঘটনায় কোনো মালামাল উদ্ধার করা যায়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী ডাকাতির ঘটনায় ৩ জনের সম্পৃক্ততার কথা র্যাবকে জানিয়েছে।