হোম > সারা দেশ > ঢাকা

কোটি টাকার ঋণ জালিয়াতি, ১১ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোনালী ব্যাংকে জালিয়াতি করে ১ কোটি ৪২ লাখ টাকা ঋণ নেওয়ার অভিযোগের মামলায় ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আরিফুজ্জামান এ রায় দেন। 

কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ডিএন স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান জন, পরিচালক ফাহিদা হক, সোনালী ব্যাংকের জিএম মীর মহিদুর রহমান, এজিএম সাইফুল হাসান, এমডি ননী গোপাল নাথ, ডিজিএম শেখ আলতাফ হোসেন, ডিজিএম মোহাম্মদ শফিজ উদ্দিন আহমেদ, এজিএম কামরুল হোসেন খান, ডিএমডি মোহাম্মদ মাইনুল হক ও সিইও হুমায়ুন কবির। 

রায়ে পৃথক দুই ধারায় আসামি মোতাহার, শফিকুর ও ফাহিদাকে মোট ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে উভয় সাজা একসঙ্গে চলবে বিধায় তাঁদের ৫ বছরের সাজা ভোগ করতে হবে। এ ছাড়া অপর ৮ আসামির ৩ বছর করে কারাদণ্ড দেন আদালত। 

জালিয়াতি করে ঋণ নেওয়ার অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মামলার অভিযোগে বলা হয়েছে, সোনালী ব্যাংকের রমনা শাখা থেকে ডিএন স্পোর্টস লিমিটেড ১ কোটি ৪২ লাখ টাকা ঋণ নেয়। বিএম স্পোর্টস লিমিটেডের কর্মকর্তা ও সোনালী ব্যাংকের কর্মকর্তারা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ঋণ দেওয়া-নেওয়া করেন। 

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে