হোম > সারা দেশ > ঢাকা

গুলিস্তানে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিস দুপুর ১টা ৪ মিনিটের দিকে গুলিস্তান জিপিওর সামনে বাসে আগুন লাগার খবর পায়। খবর পেয়ে ১টা ৮ মিনিটের দিকে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। 

আনোয়ারুল ইসলাম জানান, বাসটি মালঞ্চ পরিবহনের মালিকানাধীন। আগুন লাগার খবর পেয়ে পুলিশ পাহারায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর ১টা ১৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল থেকে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগের ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার এই কর্মসূচি পালনের কথা থাকলেও কুয়েতের আমিরের মৃত্যুতে তারিখ পরিবর্তন করা হয়। গত রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব পরিবর্তিত তারিখ ঘোষণা করেন।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩