Ajker Patrika
হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আরও ১ শিক্ষার্থী নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আরও ১ শিক্ষার্থী নিহত

নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে আরও এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর-জেলখানা মোড় এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। 

নিহত শিক্ষার্থীরা হলেন তাহমিদ ভূঁইয়া (১৫) ও ইমন (২২)। নিহত তাহমিদ ভূঁইয়া নরসিংদী সদর উপজেলার চিনিশপুর নন্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ও এনকেএম হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ও ইমন (২২) পলাশ উপজেলার দড়িপাড়া এলাকার কাইয়ুম মিয়ার ছেলে। 

আহতদের নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বিকেলে পূর্বঘোষিত সময় অনুযায়ী নরসিংদী শহর থেকে বিভিন্ন সড়ক দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করতে জেলখানা মোড়ের দিকে যায় আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও বিজিবি সড়ক অবরোধে বাধা দেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আন্দোলনকারীরা ইট–পাটকেল নিক্ষেপ করে। পুলিশের কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। এ সময় পুলিশসহ শতাধিক আহত হয়। আহতদের নরসিংদী জেলা হাসপাতাল ও সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। 

নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আনার পর শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়াকে মৃত ঘোষণা করা হয় বলে জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক মিজানুর রহমান। অপর দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর ইমন নামের একজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানান হাসপাতালটির আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাশার। 

এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

‘অধিক ডিম উৎপাদনশীল মুরগির জাত উদ্ভাবন করতে হবে’

বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণ উদ্ধার, বেবিচক কর্মীসহ গ্রেপ্তার ২

মিরপুরে বলসদৃশ বস্তু দিয়ে খেলছিল শিশু, বিস্ফোরণে গুরুতর আহত

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ শিকার, তিন জেলের কারাদণ্ড

‘অনেকের আপত্তি ও গন্ডগোলের আশঙ্কায়’ চারুকলার শরৎ উৎসব স্থগিত, গেন্ডারিয়াতেও বাধা

‘ফোন বন্ধ পেলে ধরে নিবা মারা গেছি’, স্ত্রীকে বলেছিলেন ইউক্রেনে নিহত রাজবাড়ীর নজরুল

শাহবাগে গত রাতে ফুটপাত থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার ও স্ত্রীর সম্পদ জব্দ

সূত্রাপুরে উচ্চমাধ্যমিকের নকল বই উদ্ধার, বাইন্ডিং কারখানার মালিক গ্রেপ্তার