Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সাবেক অতিরিক্ত আইজিপির শতকোটি টাকার অবৈধ সম্পদ, গৃহিণী স্ত্রীর অ্যাকাউন্টে লেনদেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক অতিরিক্ত আইজিপির শতকোটি টাকার অবৈধ সম্পদ, গৃহিণী স্ত্রীর অ্যাকাউন্টে লেনদেন

বিআইডব্লিউটিএর সাবেক চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত আইজিপি ড. শামসুদ্দোহা খন্দকার ও তাঁর স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের বিরুদ্ধে প্রায় তিনশত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দিয়েছে দুদক। 

আজ মঙ্গলবার কমিশনের সচিব খোরশেদা ইয়াসমীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এদিন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা খোরশেদ আলম। 

দুদক সচিব বলেন, ড. শামসুদ্দোহা খন্দকার ও তাঁর স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে ২০১৯ সালে পৃথক দুটি মামলা করা হয়। মামলার পর দীর্ঘ তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

তিনি বলেন, ড. মো. শামসুদ্দোহা খন্দকার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা দুদকের মামলায় তাঁদের নামে ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার ২২১ টাকার সম্পদ গোপনসহ ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৩৭৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক তথা অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

একই ভাবে অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে ২১ কোটি ৫ লাখ ২৫ হাজার ৮২৯ টাকা বিভিন্ন ব্যাংকে জমা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলন করে তা প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন, স্থানান্তর, হস্তান্তর ও রুপান্তর করেন। 

দুদক সচিব বলেন, মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকার নামে দায়ের হওয়া অপর আরেকটি মামলায় তদন্তে নাম আসে তাঁর স্বামী আসামি ড. মো. শামসুদ্দোহা খন্দকারের। তাঁদের বিরুদ্ধে ২৮ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৮৯১ টাকার সম্পদ গোপনসহ ২৭ কোটি ৪৮ লাখ ৮২ হাজার ৪৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। ফেরদৌসী সুলতানা খন্দকার পেশায় একজন গৃহিণী হয়েও বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক তথা অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়।

জানা গেছে, গৃহিণী হয়েও তফসিলি ব্যাংকে ৪১ কোটি ২৯ লাখ ১২ হাজার ৩১ টাকা সন্দেহজনক লেনদেন করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় এসব অর্থ উত্তোলন করে তা প্রকৃতি ও উৎস গোপন করেন।

দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৭ শতক জমি আছে তাঁদের নামে। দলিলে এসব জমির দাম ৭০ কোটি টাকা দেখানো হলেও আদতে বাজারদর কয়েক শ কোটি টাকা। ঢাকার নবাবগঞ্জে ৪০ বিঘা জমির ওপর তাঁর একটি রিসোর্ট রয়েছে।   

শামসুদ্দোহা ও তাঁর স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় কমিশন চার্জশিট দাখিল করে।

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক, থানায় অভিযোগ

সাভারে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর গ্রেপ্তার

ধর্ষণের বিচার দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জন

ছোট বোনের স্বামীর আঘাতে মৃত্যুর অভিযোগ, লাশ ঢামেকে

ফরিদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুট: ৬ আসামি তিন দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ইয়াবাসহ আটক

বন কর্মকর্তা সাইদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের নামে মামলা, স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ