গাজীপুরের টঙ্গীতে অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা-কর্মীরা। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলীতে এই মিছিল করা হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে মশাল মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে চেরাগ আলীতে এসে শেষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যান।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, যুবদলের কিছু নেতা-কর্মী সড়কে মশাল মিছিল করেছেন। কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন। মিছিলের খবর পেয়ে পুলিশ মহাসড়কে গেলে নেতা-কর্মীরা চলে যান।