কিশোরগঞ্জ প্রতিনিধি
দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে সনাতন ধর্মাবলম্বী দুস্থ নারীদের শাড়ি উপহার দিয়েছে ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার সকালে শহরের বত্রিশ নতুন পল্লী এলাকায় এ উপহার বিতরণ করা হয়। এ সময় তাঁদের সঙ্গে মতবিনিময় করেন শিবিরের জেলা উত্তর শাখার নেতৃবৃন্দ।
ছাত্রশিবিরের পক্ষ থেকে সনাতন ধর্মের ৫০ জন দুস্থ নারীকে শাড়ি উপহার দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।
এ সময় অধ্যাপক রমজান আলী সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘আপনারা নির্ভয়ে পূজা উৎসব পালন করুন। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির আপনাদের পাশে রয়েছে।’
সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য দেন নতুন পল্লী এলাকার শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি লিটন ঘোষ ও সেক্রেটারি রঞ্জন বণিক।
কিশোরগঞ্জ পৌর জামায়াতের হিন্দু বিভাগের সেক্রেটারি কৃষ্ণ চন্দ্র বসাকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলার রাজনৈতিক সেক্রেটারি মাওলানা এ কে এম সানাউল্লাহ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্ট সহকারী আব্দুল্লাহ আল মবিন, শিবিরের কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সভাপতি শাহরিয়ার মাহমুদ শাকিল, শহর জামায়াত নেতা হাবিবুর রহমান প্রমুখ।
শাড়ি বিতরণ ও মতবিনিময় সভা শেষে জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ নতুন পল্লী এলাকার মন্দির পরিদর্শন করেন।