হোম > সারা দেশ > ঢাকা

টিপু ও প্রীতি হত্যায় ‘শুটার’ মাসুম ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার মাসুম ওরফে আকাশকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। 

সকালের দিকে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে আকাশকে হাজির করা হয় আদালতে। তদন্ত কর্মকর্তা আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, টিপু ও প্রীতি হত্যাকাণ্ডে মাসুম ওরফে আকাশ সরাসরি জড়িত বলে সাক্ষ্যপ্রমাণে জানা গেছে। মাসুমই টিপুকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। কী উদ্দেশ্যে ও কেন এবং কারা এর পেছনে জড়িত রয়েছে তা জানার জন্য ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া এই আসামির কাছে আরও অস্ত্র আছে কি না তাও উদ্ধার করা প্রয়োজন। 

এর আগে গত শনিবার রাতে মাসুম ওরফে আকাশকে আটক করে পুলিশ। 

রাজধানীর শাহজাহানপুর থানায় গত শুক্রবার সকালে মামলা করেন টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি। মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। 

গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর শাজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের রাস্তায় টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে টিপু, তাঁর গাড়িচালক মুন্না এবং রিকশা আরোহী রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে টিপু ও প্রীতিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য