Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টিপু ও প্রীতি হত্যায় ‘শুটার’ মাসুম ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিপু ও প্রীতি হত্যায় ‘শুটার’ মাসুম ৭ দিনের রিমান্ডে

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার মাসুম ওরফে আকাশকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। 

সকালের দিকে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে আকাশকে হাজির করা হয় আদালতে। তদন্ত কর্মকর্তা আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, টিপু ও প্রীতি হত্যাকাণ্ডে মাসুম ওরফে আকাশ সরাসরি জড়িত বলে সাক্ষ্যপ্রমাণে জানা গেছে। মাসুমই টিপুকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। কী উদ্দেশ্যে ও কেন এবং কারা এর পেছনে জড়িত রয়েছে তা জানার জন্য ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া এই আসামির কাছে আরও অস্ত্র আছে কি না তাও উদ্ধার করা প্রয়োজন। 

এর আগে গত শনিবার রাতে মাসুম ওরফে আকাশকে আটক করে পুলিশ। 

রাজধানীর শাহজাহানপুর থানায় গত শুক্রবার সকালে মামলা করেন টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি। মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। 

গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর শাজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের রাস্তায় টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে টিপু, তাঁর গাড়িচালক মুন্না এবং রিকশা আরোহী রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে টিপু ও প্রীতিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি