Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কালকিনিতে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থককে মারধর

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থককে মারধর

মাদারীপুরের কালকিনিতে উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থক ভ্যানচালক শহিদুল শেখকে (৪০) মারধর করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কোলচোরি গ্রামে এই হামলা চালানো হয়। বিজয়ী চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত শহিদুল শেখ কোলচোরি গ্রামের শাজাহান শেখের ছেলে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামান সরদারের সমর্থক শহিদুল শেখ রাত সাড়ে ৭টার দিকে ভ্যানগাড়ি নিয়ে বের হন। এ সময় নির্বাচনে বিজয়ী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌফিকুজ্জামান শাহীনের কর্মী আনু শেখ লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলার শিকার শহিদুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাতেই তাঁকে মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।

আহত শহিদুল শেখ বলেন, ‘আমাকে আনু শেখ ও তাঁর লোকজন হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

এদিকে অভিযুক্ত আনু শেখ একই গ্রামের মালেক শেখের ছেলে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ভ্যানচালকের ওপর হামলার ঘটনা লোকমুখে শুনেছি। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ২১ মে কালকিনিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌফিকুজ্জামান শাহীন ৩৬ হাজার ১৯০ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মো. নুরুজ্জামান সরদার পেয়েছেন ১১ হাজার ৯১৬ ভোট।

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক