Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক কাস্টমস উপকমিশনারের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক কাস্টমস উপকমিশনারের বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযোগে কাস্টমসের উপকমিশনার মো. বিল্লাল হোসেন ও তাঁর স্ত্রী ডা. জান্নাতুল ফেরদৌসের নামে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপপরিচালক বায়েজিদুর রহমান খান বাদী হয়ে দুদকের রাজশাহী জেলা কার্যালয়ে মামলা দুটি করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। 

বিল্লাল হোসেন বর্তমানে রংপুর কাস্টমস হাউসে এবং স্ত্রী ডা. জান্নাতুল ফেরদৌস মহাখালী ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন। 
 
মামলার এজাহারে বলা হয়, বিল্লাল হোসেন ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌসের সম্পদের তথ্য চেয়ে দুদক থেকে সম্পদ বিবরণী জারি করা হলে তারা ২০২০ সালের ২৭ ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে উপকমিশনার বিল্লাল হোসেনের নামে ৫১ লাখ ৩৮ হাজার ৮১৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। ওই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে বিল্লাল হোসেনের নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলা করা হয়। 

অপর মামলায় সম্পদ বিবরণী যাচাইকালে বিল্লাল হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের নামে ৫৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১ কোটি ১৩ লাখ ১ হাজার টাকার আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ পাওয়া যায়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিল্লাল হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের নামে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা করা হয়।

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তের দাবিতে একাংশের নেতা-কর্মীদের বিক্ষোভ

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু