হোম > সারা দেশ > ঢাকা

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল ওঠার পরদিন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

মো. ফেরদাউস শেখ (৪৫)। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে কক্ষ ভাড়া নেওয়ার পরদিন মো. ফেরদাউস শেখ (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া গ্রামের পিঠা গার্ডেন হোটেলের কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সদর থানা-পুলিশ।

পিঠা গার্ডেন হোটেলের মালিক ফারুক হোসেন জানান, গত মঙ্গলবার রাতে এক নারীকে সঙ্গে নিয়ে ফেরদাউস শেখ হোটেলের কক্ষ ভাড়া নেন। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরদিন বুধবার সকালে ওই নারী কৌশলে হোটেল থেকে বের হয়ে যান। দীর্ঘক্ষণ কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে কর্মচারীরা দরজা খুলে ফেরদাউস শেখকে মৃত অবস্থায় পান।

হোটেলের ব্যবস্থাপক তুহিন মোল্লা বলেন, ‘মঙ্গলবার রাতে তারা একসঙ্গে হোটেলে উঠেছিলেন। কিন্তু সকালে ওই নারী বের হয়ে যাওয়ার পর থেকে কক্ষটি বন্ধ ছিল। দুপুরে আমরা দরজা খুলে তার মরদেহ দেখতে পাই। কীভাবে তাঁর মৃত্যু হলো, তা আমাদের জানা নেই।’

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান জানান, হোটেলের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেরদাউস শেখের ছোট ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন ফেরদাউস। রাতে তিনি ফোনে জানিয়েছিলেন যে, টুঙ্গিপাড়ায় এক বন্ধুর বাড়িতে আছেন। কিন্তু পরদিন তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ জানায়, হোটেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফেরদাউস শেখ টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া পার ঝনঝনিয়া গ্রামের ইমদাদুল হক শেখের ছেলে। তিনি গরুর খামারের ব্যবসার পাশাপাশি ইউনিয়ন যুবলীগের আসন্ন সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ছিলেন।

মিজানুর রহমান অভিযোগ করেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্প্রতি একটি রাজনৈতিক মামলায় তাঁকে আসামি করা হয়, যা হত্যাকাণ্ডের পেছনে কারণ হতে পারে বলে তাদের সন্দেহ।

ফেরদাউসের মরদেহ বৃহস্পতিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এক মাস বয়সী যমজ দুই মেয়ের বাবার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন