হোম > সারা দেশ > ঢাকা

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল ওঠার পরদিন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

মো. ফেরদাউস শেখ (৪৫)। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে কক্ষ ভাড়া নেওয়ার পরদিন মো. ফেরদাউস শেখ (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া গ্রামের পিঠা গার্ডেন হোটেলের কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সদর থানা-পুলিশ।

পিঠা গার্ডেন হোটেলের মালিক ফারুক হোসেন জানান, গত মঙ্গলবার রাতে এক নারীকে সঙ্গে নিয়ে ফেরদাউস শেখ হোটেলের কক্ষ ভাড়া নেন। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরদিন বুধবার সকালে ওই নারী কৌশলে হোটেল থেকে বের হয়ে যান। দীর্ঘক্ষণ কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে কর্মচারীরা দরজা খুলে ফেরদাউস শেখকে মৃত অবস্থায় পান।

হোটেলের ব্যবস্থাপক তুহিন মোল্লা বলেন, ‘মঙ্গলবার রাতে তারা একসঙ্গে হোটেলে উঠেছিলেন। কিন্তু সকালে ওই নারী বের হয়ে যাওয়ার পর থেকে কক্ষটি বন্ধ ছিল। দুপুরে আমরা দরজা খুলে তার মরদেহ দেখতে পাই। কীভাবে তাঁর মৃত্যু হলো, তা আমাদের জানা নেই।’

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান জানান, হোটেলের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেরদাউস শেখের ছোট ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন ফেরদাউস। রাতে তিনি ফোনে জানিয়েছিলেন যে, টুঙ্গিপাড়ায় এক বন্ধুর বাড়িতে আছেন। কিন্তু পরদিন তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ জানায়, হোটেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফেরদাউস শেখ টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া পার ঝনঝনিয়া গ্রামের ইমদাদুল হক শেখের ছেলে। তিনি গরুর খামারের ব্যবসার পাশাপাশি ইউনিয়ন যুবলীগের আসন্ন সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ছিলেন।

মিজানুর রহমান অভিযোগ করেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্প্রতি একটি রাজনৈতিক মামলায় তাঁকে আসামি করা হয়, যা হত্যাকাণ্ডের পেছনে কারণ হতে পারে বলে তাদের সন্দেহ।

ফেরদাউসের মরদেহ বৃহস্পতিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এক মাস বয়সী যমজ দুই মেয়ের বাবার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

সেকশন