হোম > সারা দেশ > ঢাকা

মালিবাগে আবাসিক হোটেলে প্রবাসীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি আবাসিক হোটেল থেকে এক সৌদিপ্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. আরাফাত ইসলাম (২৩)। এ ঘটনায় করা মামলায় কথিত প্রেমিকা স্বর্ণা বিনতে মিম নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে আরাফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। রামপুরা থানার এসআই সফিকুল ইসলাম খান বলেন, গতকাল ভোরে মালিবাগ চৌধুরীপাড়ায় আর ইসলাম নামের একটি আবাসিক হোটেলের পাঁচতলার রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আরাফাত ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই সফিকুল বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই যুবক সৌদিপ্রবাসী ছিলেন। তিনি কয়েক মাস আগে ঢাকায় আসেন। স্বর্ণা বিনতে মিম নামে তার এক প্রেমিকাকে নিয়ে ১৮ ডিসেম্বর ওই হোটেলে ওঠেন তাঁরা। পরে তাঁদের মধ্যে মনোমালিন্য হলে প্রেমিকা সেখান থেকে চলে যান।

এ ঘটনায় আরাফাতের মা-বাবা আত্মহত্যা প্ররোচনায় মামলা করলে অভিযুক্ত স্বর্ণা বিনতে মীমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

জুলাই গণ-অভ্যুত্থান: আহতদের কনসালট্যান্সিতে ব্যয় ২৫ কোটি টাকা

বিচার বিভাগের স্বাধীনতায় বাধা সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, হাইকোর্টে শিশির মনির

পিলখানা হত্যাকাণ্ড: কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন ৪১ বিডিআর জওয়ান

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দুদকের মামলা

‘১৬ বছর পর ছেলেকে বুকে টেনে নিয়ে খুব আনন্দ হচ্ছে’

২৬ জানুয়ারি গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ

ভবন ও ফ্ল্যাটসহ সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ

ছাত্রলীগ নেতা মশিউর ও ইকবাল গ্রেপ্তার

হত্যা মামলায় গোপালগঞ্জে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

রাতের আঁধারে নারায়ণগঞ্জ শহরের দেয়ালে ছাত্রলীগের পোস্টার, ছিঁড়ে ফেললেন শিক্ষার্থীরা

সেকশন