অনলাইন ডেস্ক
রাজধানীর বনানীর ২২ নম্বর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, এতে এখনো পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আজ শনিবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ৫টা ৪১ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একে একে বারিধারা, তেজগাঁও, ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। তাদের প্রচেষ্টায় ভোর ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
এর আগে, রাজধানীর বনশ্রীতে একটি ৬ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় ভবনের বাসিন্দারা। গত শুক্রবার রাত ৮টায় বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুন লাগে।