রাজধানীর ডেমরায় তল্লাশি চৌকি থেকে একলাখ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শাহিন খন্দকার (৩২) ময়মনসিংহের নান্দাইলের গ্রামের মৃত শামসুল আরেফিনের ছেলে। তিনি থাকেন পূর্ব রামপুরায়।
১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় আজ বুধবার বেলা ১১টায় তাকে আদালতে পাঠানো হয়েছে বলে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান জানিয়েছেন।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সুলতানা কামাল ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্টে রূপগঞ্জের তারাবো থেকে আসা সিএনজিতে থাকা যাত্রী শাহীন কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ২০০ জাল নোট উদ্ধার করা হয়।