হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের আব্দুল্লাহপুরের বিআরটি উড়াল সেতুর ওপর ও নিচে, হাউজবিল্ডিং ও বিএনএস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জের সদর উপজেলার উড়ফি চরপাড়া এলাকার আলী আহম্মদ মোল্লার ছেলে আবু সাঈদ (৩৩), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্রীপুর মুন্সিপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে রিমন (১৮), ময়মনসিংহের ফুলপুর উপজেলার নয়াপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে কাউছার (১৮), সিংহেরস্বর গ্রামের সুলতান মিয়ার ছেলে জিকরুল (১৮) ও রাজধানীর খিলক্ষেতের কুড়িল মৃধাবাড়ির সুমনের (পালিত বাবা) ছেলে সাগর (২৩)।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরার আব্দুল্লাহপুর, হাউজবিল্ডিং ও বিএনএস সেন্টারে এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার ওই পাঁচজনের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা ও মাদক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।’

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল