দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন চট্টগ্রামের পাহাড়তলী কলেজ এলাকায় ভোট গ্রহণের সময় দুপক্ষের সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ধাওয়া করতে দেখা যাওয়া সেই যুবক শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীমকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে তাঁকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, বিদেশি অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলম ও নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থকদের মধ্যে সংঘাতের একপর্যায়ে শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম প্রকাশ্যে হাতে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়েন। তিনি স্থানীয় কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর কর্মী।