হোম > সারা দেশ > ঢাকা

নভোএয়ারে সুবিধাবঞ্চিত শিশুদের আকাশভ্রমণের স্বপ্নপূরণ

বিশেষ প্রতিনিধি, ঢাকা  

আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ২০: ২১
সুবিধাবঞ্চিত শিশুদের আকাশভ্রমণের স্বপ্ন পূরণ করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ছবি: আজকের পত্রিকা

সুবিধাবঞ্চিত শিশুদের আকাশভ্রমণের স্বপ্ন পূরণ করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। নভোএয়ার আজ বুধবার জাগো ফাউন্ডেশনের পরিচালনাধীন স্কুল থেকে বিভিন্ন বয়সের ৩০ জন শিশুকে কক্সবাজার ঘুরিয়ে নিয়ে আসে। একই দিন কক্সবাজার সমুদ্রসৈকতে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি পালন করেছে।

নভোএয়ারের ১২ বছরপূর্তি উদ্‌যাপন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘ড্রিম ফ্লাইট’ ও ‘বিচ ক্লিনিং’-এর আয়োজন করে।

নভোএয়ার ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিটের ফ্লাইটে শিশুদের নিয়ে কক্সবাজার যায় এবং কক্সবাজার থেকে সন্ধ্যা সাড়ে ৬টার ফ্লাইটে ঢাকায় আসে। শিশুরা কক্সবাজারে সমুদ্রসৈকত, বাংলাদেশ বিমানবাহিনীর কক্সবাজার ঘাঁটি, কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন করে আনন্দঘন সময় কাটায়।

স্বপ্নপূরণের অনুভূতি প্রকাশ করে পঞ্চম শ্রেণির ছাত্রী মায়মুনা রহমান জানায়, ‘প্লেনে করে সমুদ্রসৈকত ঘুরতে যাব, বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজ দেখতে পারব, এটা আমি কখনো কল্পনাও করিনি! নভোএয়ারের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাদের এই স্বপ্ন পূরণ করেছে।’

তৃতীয় শ্রেণির ছাত্র হানিফ মিয়া বলেন, ‘মেঘের ওপর দিয়ে উড়োজাহাজে করে যাচ্ছি, এটা অসাধারণ অনুভূতি! আমরা বিচে খেলেছি, কক্সবাজারের খুব সুন্দর রেলস্টেশন দেখেছি, এই ভ্রমণ ছিল একেবারে স্বপ্নের মতো।’

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘শিশুরাই আমাদের জাতির ভবিষ্যৎ। তাদের স্বপ্নপূরণ এবং প্রেরণা দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, সামাজিক দায়বদ্ধতা হিসেবে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ।’

মফিজুর রহমান আরও বলেন, ‘আমাদের গর্ব কক্সবাজার সমুদ্রসৈকত। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বিচ ক্লিনিং কর্মসূচি পালন করা হয়েছে।’

নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর, সিলেট ও রাজশাহী ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুট কলকাতায় ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রয়েছে, শিগগিরই পুনরায় শুরু করা হবে।

পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলা: ২ জন আটকের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

শাহবাগ মেট্রো স্টেশনের নিচে পথশিশু ধর্ষণের শিকার

চট্টগ্রামের সাবেক এমপি নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফায়ার সার্ভিসের ৬ কর্মকর্তার পদোন্নতি

সেকশন