হোম > সারা দেশ > ঢাকা

ইশো নিয়ে এল ওরেব্রো সিরিজ  

ফার্নিচার ব্র্যান্ড ইশো প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছে ইঞ্জিনিয়ারড কাঠের তৈরি ওরেব্রো সিরিজ। কাঠের আসবাবের জন্য পরিচিত এই ব্র্যান্ডটির নতুন বেডরুম কম্বো সেট পাওয়া যাচ্ছে তাদের স্টোর ও অনলাইনে। এই সিরিজের আসবাবগুলো পাওয়া যাচ্ছে বাজারের সেরা দামে।

স্ক্যান্ডিনেভিয়ান সরলতা দ্বারা অনুপ্রাণিত এবং চমৎকার ফিনিশিংয়ের সঙ্গে ইশো’র ওরেব্রো বেডরুম গ্রাহকদের দিচ্ছে বেড সাইড টেবিলসহ কুইন সাইজ বেডের দু’টি আলাদা সেট। নতুন বাসার শোয়ার ঘর সাজাতে আগ্রহী দম্পতিদের জন্য এটি হতে পারে একটি দারুণ সমাধান।

এই সিরিজের আওতায় একটি বেড সাইড টেবিলসহ কুইন-সাইজ বেড পাওয়া যাবে ৩২ হাজার ৪৯০ টাকায়, আর দু’টি বেড সাইড টেবিলসহ এই বেডের দাম হবে ৩৬ হাজার ৯৯০ টাকা।

ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, ‘আধুনিক জীবনধারার সঙ্গে খাপ খাওয়ার জন্য হালকা, টেকসই ও সাশ্রয়ী করে এই সিরিজের ফার্নিচারগুলো তৈরি করা হয়েছে। আসবাব ও বিছানায় নান্দনিক সরলতা নিয়ে আসার লক্ষ্যে আমরা আমাদের ওরেব্রো কুইন বেডরুম সেট নিয়ে এসেছি। নিজেদের স্বপ্নের বাড়ি গড়ে তুলতে চাইছেন এমন মানুষদের চিরকাল মনে রাখার মতো অভিজ্ঞতা দিতে করতে চায় ইশো। সেই লক্ষ্যে বাড়ির খোলা জায়গার সঠিক ব্যবহার করা আমাদের উদ্দেশ্য। নতুন এই সিরিজ আমাদের সেই উদ্দেশ্যের বাস্তবায়ন করতে পারবে।’

ইশো’র ৪৫টি ক্যাটাগরির ৪ হাজার ৫০০ টিরও বেশি পণ্য বিশ্বের বিভিন্ন স্থানের আসবাবশিল্প/সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে। দেশে উৎপাদিত এর পণ্যগুলো নতুন ট্রেন্ড চালু করে আসছে। প্রতিষ্ঠানটির মূল দর্শন হলো ‘গ্লোবাল এম্বিশন, লোকালি মেইড’। এর ফলে ইশো'র আসবাবের মান ও ফিনিশিং আন্তর্জাতিক পর্যায়ের হয়ে থাকে। এই কারণে বিদেশি আসবাব আমদানির ওপর দেশের নির্ভরতাও কমে ও খরচ হ্রাস পায়। বিভিন্ন উপাদান ও রঙের ইশো'র আসবাবপত্র আধুনিক গ্রাহকদের রুচি ও জীবনধারার সঙ্গে মানানসই।

ওরেব্রো’র স্ট্রিপড-ডাউন লুকের কারণে প্রিন্ট, এমব্রয়ডারি ও বিভিন্ন ধরনের প্যাটার্নযুক্ত কাপড়, বিছানা এবং অন্য বেডরুমের সাজসজ্জার উপাদানগুলো বেশ সুন্দরভাবে ফুটে ওঠে। চমৎকার এই আইটেমগুলো পাওয়া যাচ্ছে ইশো স্টোরে। 

স্ত্রীসহ সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৭ জন নিহত: তদন্ত প্রতিবেদনে উঠে এল দুর্ঘটনার পাঁচ কারণ

সালমান-আনিসুলসহ নতুন মামলায় ১০ গ্রেপ্তার, মামুন-জ্যাকবসহ রিমান্ডে ৪

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের ৫, স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

রাজধানীতে কিশোরীকে ধর্ষণের দায়ে সৎবাবার যাবজ্জীবন কারাদণ্ড

শ্রীপুরে সিসা তৈরির কারখানা সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

কাপাসিয়ায় অটোরিকশা খাদে পড়ে নারী নিহত

জমিতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে কৃষক আহত

কালিহাতীতে পরীক্ষাকেন্দ্রে নকলে সহযোগিতা করার অভিযোগে ৩ শিক্ষককে অব্যাহতি