Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে কারখানায় আগুন বাড়ছে, আতঙ্কে বাড়ি ছাড়ছেন পাশের বাসিন্দারা

শ্রীপুরে কারখানায় আগুন বাড়ছে, আতঙ্কে বাড়ি ছাড়ছেন পাশের বাসিন্দারা

গাজীপুরের শ্রীপুরে গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামক একটি মোজা তৈরি কারখানায় আগুনের তীব্রতা বাড়ছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এরই মাঝে কারখানার পাশের বাসিন্দারা আতঙ্কে আসবাবপত্র নিয়ে বাড়িঘর ছাড়ছেন। অপরদিক, পানি স্বল্পতায় ফায়ার সার্ভিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। গণমাধ্যম কর্মীদের কারখানায় প্রবেশ করতে দিচ্ছে না কর্তৃপক্ষ। 

আজ শনিবার বিকেল ৪টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন। 

জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে নামে একটি মোজা তৈরি কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুইটি, রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিস দুইটি, জয়দেবপুর ফায়ার সার্ভিস একটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটিসহ সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। 

রাজমিস্ত্রী খলিলুর রহমান বলেন, ক্রমেই কারখানার আগুনের তীব্রতা বাড়ছে। কারখানার সীমানা ঘেঁষে আমার বাসা। এ জন্য ভয়ে বাসার সমস্ত আসবাবপত্র বের করে এনে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় অবস্থান নিয়েছি। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে নামে কারখানা ভবনের দুই তলা ও তিন তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাপাসিয়া, জয়দেবপুর, রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন