হোম > সারা দেশ > ঢাকা

যৌতুক প্রথা টিকিয়ে রাখতে চায় জাতীয় হিন্দু মহাজোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যৌতুক প্রথাকে টিকিয়ে রাখার পক্ষে সাফাই গাইছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। আজে শনিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকসহ অন্য নেতারা যৌতুকের সমর্থনে কথা বলেন।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘হিন্দু বিবাহ রীতি অনুযায়ী বিয়ের সময় স্ত্রীধন হিসেবে এই সম্পদ দেওয়া হয়। তাই সরকার আইন করে যৌতুক প্রথা নিষিদ্ধ করলেও আমরা বিপক্ষে। আমরা চাই যৌতুক প্রথা টিকে থাক।’ এ সময় তাঁকে সমর্থন করে যৌতুককে স্ত্রীধন হিসেবে উল্লেখ করে তা টিকিয়ে রাখার পক্ষে কথা বলেন বাংলাদেশ হিন্দু মহিলা জোটের সভাপতি অ্যাডভোকেট লাকী বাছাড়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেশের নারী অধিকার কর্মী বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিকদের সম্পর্কে বিষোদ্‌গার করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘আমরা দীর্ঘ দিন ধরে দেখতে পাচ্ছি যে, কয়েকটি এনজিও হাজার হাজার বছর ধরে চলে আসা সুসংহত হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে অশান্তির বীজ বপন করছে। ১০ হাজার বছরের পুরোনো এই হিন্দু পরিবার ব্যবস্থা ধ্বংস করে বাংলাদেশকে হিন্দু শূন্য করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে একটি চক্র।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামীসহ সংগঠনের নেতারা।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন