হোম > সারা দেশ > ঢাকা

যৌতুক প্রথা টিকিয়ে রাখতে চায় জাতীয় হিন্দু মহাজোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যৌতুক প্রথাকে টিকিয়ে রাখার পক্ষে সাফাই গাইছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। আজে শনিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকসহ অন্য নেতারা যৌতুকের সমর্থনে কথা বলেন।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘হিন্দু বিবাহ রীতি অনুযায়ী বিয়ের সময় স্ত্রীধন হিসেবে এই সম্পদ দেওয়া হয়। তাই সরকার আইন করে যৌতুক প্রথা নিষিদ্ধ করলেও আমরা বিপক্ষে। আমরা চাই যৌতুক প্রথা টিকে থাক।’ এ সময় তাঁকে সমর্থন করে যৌতুককে স্ত্রীধন হিসেবে উল্লেখ করে তা টিকিয়ে রাখার পক্ষে কথা বলেন বাংলাদেশ হিন্দু মহিলা জোটের সভাপতি অ্যাডভোকেট লাকী বাছাড়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেশের নারী অধিকার কর্মী বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিকদের সম্পর্কে বিষোদ্‌গার করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘আমরা দীর্ঘ দিন ধরে দেখতে পাচ্ছি যে, কয়েকটি এনজিও হাজার হাজার বছর ধরে চলে আসা সুসংহত হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে অশান্তির বীজ বপন করছে। ১০ হাজার বছরের পুরোনো এই হিন্দু পরিবার ব্যবস্থা ধ্বংস করে বাংলাদেশকে হিন্দু শূন্য করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে একটি চক্র।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামীসহ সংগঠনের নেতারা।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য