হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে বাসভাড়া কমানোর দাবিতে ১৭ নভেম্বর হরতাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন সড়কে চলাচলকারী এসি–ননএসি বাসের ভাড়া কমানোর দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। ১৫ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ১৭ নভেম্বর শহরে অর্ধ-দিবস হরতালের ডাক দিয়েছেন সংগঠনের নেতারা।

আজ শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘নারায়ণগঞ্জে পরিবহন নিয়ে অরাজকতা দীর্ঘদিনের। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সেক্টরের মতো পরিবহন খাতটি ছিল ওসমান পরিবারের চাঁদাবাজির অন্যতম উৎস। যথেচ্ছভাবে ভাড়া বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ তৈরিতে স্থানীয় বিআরটিএ ও প্রশাসন সব সময় তাদের সহায়তা করেছে।’

তিনি বলেন, ‘গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আমরা চাই, পরিবহন সেক্টরে যেন আবার অন্য কোনো চাঁদাবাজ-গডফাদারদের হাতে বন্দী হয়ে না পড়ে। সে জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকাসহ সকল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা এবং ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করার দাবি করছি।’

রফিউর রাব্বী বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি, ঢাকা–নারায়ণগঞ্জ রুটের ননএসি বাসের ভাড়া ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া ৬৫ টাকা করতে হবে। একইভাবে পাগলা, পোস্তগোলা, চিটাগাং রোড, পানাম রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে। ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে। আমরা প্রত্যাশা করব, চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার আগেই ১৫ নভেম্বরের মধ্যে মানুষের যৌক্তিক দাবি মেনে নিয়ে পরিবহন মাফিয়াদের হাত থেকে জনগণের অধিকারকে রক্ষা করবেন।’

পরে কর্মসূচি ঘোষণা করা হয়, ‘আগামী ১ থেকে ৮ নভেম্বর নাগরিক ও বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময়। ৯ নভেম্বর মিছিল। ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত পথসভা ও গণসংযোগ। ১৪ নভেম্বর মাইকিং। ১৫ নভেম্বর শহীদ মিনারে মহাসমাবেশ। ১৬ নভেম্বর সন্ধ্যায় মশাল মিছিল। ১৭ নভেম্বর নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অর্ধ-দিবস সর্বাত্মক হরতাল।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন