হোম > সারা দেশ > ঢাকা

ডাকসু নির্বাচনের আচরণবিধি চূড়ান্তে ৪ ফেব্রুয়ারি থেকে অংশীজনের মতামত নেবে ঢাবি

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত কমিটির সদস্য অধ্যাপক রোবায়েত ফেরদৌস বিষয়টি আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনী আচরণবিধি সময়োপযোগী করার লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে সাধারণ শিক্ষার্থী, ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্রসংগঠন, বিভিন্ন পর্যায়ে নির্বাচন–সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘একটি আচরণবিধি রয়েছে, সেটাকে সময়োপযোগী করতে আমরা কাজ করছি। সকলের সঙ্গে আলোচনা করে ডাকসু নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

সভায় কমিটির সদস্য আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ ইকরামুল হক, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক কাজী আব্দুল মতিন আহমেদ উপস্থিত ছিলেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য