হোম > সারা দেশ > ঢাকা

ডাকসু নির্বাচনের আচরণবিধি চূড়ান্তে ৪ ফেব্রুয়ারি থেকে অংশীজনের মতামত নেবে ঢাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত কমিটির সদস্য অধ্যাপক রোবায়েত ফেরদৌস বিষয়টি আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনী আচরণবিধি সময়োপযোগী করার লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে সাধারণ শিক্ষার্থী, ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্রসংগঠন, বিভিন্ন পর্যায়ে নির্বাচন–সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘একটি আচরণবিধি রয়েছে, সেটাকে সময়োপযোগী করতে আমরা কাজ করছি। সকলের সঙ্গে আলোচনা করে ডাকসু নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

সভায় কমিটির সদস্য আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ ইকরামুল হক, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক কাজী আব্দুল মতিন আহমেদ উপস্থিত ছিলেন।

জাপানি কোম্পানির সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে বেবিচক

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ১৭ বছর পর কারামুক্ত

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি

জাবিতে ছাত্রদলের পরিচিতি সভায় পদ বঞ্চিতদের হট্টগোল–ভাঙচুর

কর না কমালে গ্রামের মানুষকে সুলভে ইন্টারনেট দেওয়া সম্ভব নয়: গোলটেবিল বৈঠকে বক্তারা

মুগ্ধকে পুলিশই গুলি করে হত্যা করেছে: ভাই স্নিগ্ধ

সাবেক এমপি ফাহমী, জিল্লুলসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ছাত্রলীগের বেনজীর হোসেন নিশি রিমান্ড শেষে কারাগারে

রাজউক ৫ ও ৭ অঞ্চলের নকশা অনুমোদন নিয়ে জমির মালিকদের সঙ্গে সভা

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান রইছ উদ্দিন

সেকশন