হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

স্মার্ট বাংলাদেশ হবে চুরি-ডাকাতির দেশ: রিপন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘ঢাকায় এক ব্যক্তি মেয়র হতে চেয়েছিলেন। তিনি একটি সাইনবোর্ড লাগালেন আর নিচে লিখলেন, আমাকে জানতে ওয়েবসাইটে ক্লিক করুন। মানুষ বলে, আপনাকে জানতে ক্লিক করব কী, আমরা জানি, আপনি ভূমিদস্যু। সরকার ডিজিটাল বাংলাদেশ বলে দেশকে ভয়াবহ অবস্থায় নিয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ কী হবে, সেটা আমরা বুঝি। স্মার্ট বাংলাদেশ হবে চুরি-ডাকাতির দেশ।’ 

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় অবস্থিত হোসিয়ারি সমিতি মিলনায়তনে ‘বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামত’ শীর্ষক আলোচনা সভায় রিপন এই মন্তব্য করেন। 

ড. রিপন বলেন, ‘প্রতি মাসে ২৮ হাজার কোটি টাকা লোপাট হয়। সরকার চুরি না করলে বাংলাদেশ প্রতি মাসে একটি করে পদ্মা সেতু বানানো সম্ভব। তা-ও শুধু বিদ্যুৎ খাতের টাকা দিয়ে। গত নভেম্বরে দুই সপ্তাহে তিনটি ব্যাংক থেকে সাড়ে ৭ হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল। তারা কোটি কোটি টাকা নিয়ে গেল। সরকার খোঁজ নেয় না। হাইকোর্টকে বলতে হলো, দ্রুত এদের খুঁজে বের করো। এমন সরকার ক্ষমতায় থাকলে এই দেশ ভয়াবহ অবস্থায় দাঁড়াবে। দেশে গুম, খুন, চাঁদাবাজি হচ্ছে। পুরো অসহনীয় অবস্থা বিরাজ করছে। চাঁদাবাজ লুটেরাদের দখলে চলে গেছে দেশ।’ 

রিপন আরও বলেন, ‘ভারতের কলকাতায় এখন আর ট্রাফিক পুলিশ হাত দিয়ে গাড়ি থামায় না। অথচ আমাদের অবস্থা দেখুন, আমরা নাকি ডিজিটাল হয়ে গেছি? এই দেশে সার্জেন্টদের দৌড়ে সামনে এসে গাড়ি থামাতে হয়। যারা এত বছরে দেশটাকে ডিজিটালই করতে পারল না, তারা নাকি স্মার্ট বাংলাদেশ গড়বে। পৃথিবীতে তিনটি দেশে ইন্টারনেট খুব দুর্বল, বাংলাদেশ সেই তৃতীয় দেশ। আর আমাদের নাকি এখন ফাইভ-জি হচ্ছে।’ 

অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সরকার হুমায়ুন কবির, ফাতেহ মো. রেজা রিপন, আনোয়ার হোসেন অনু, এম এইচ মামুন, রফিক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। 

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা