ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পেরেকবিদ্ধ ‘গীতাঞ্জলি’ কাব্য হাতে, আর মুখে ‘টেপ’ লাগিয়ে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাজু ভাস্কর্যের দক্ষিণে সাড়ে ১৯ ফুটের এই ভাস্কর্যটি তৈরি করেছেন চারুকলার একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে ভাস্কর্যটি স্থাপন করেন তাঁরা। এই উদ্যোগের সঙ্গে আরও জড়িত রয়েছেন বামপন্থী ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। আয়োজকেরা বলেছেন, সারা দেশে স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, বইমেলায় স্টল পাচ্ছে না, বিতর্কিত বই উল্লেখ করে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, তাই প্রতিবাদের অংশ হিসেবে এটি স্থাপন করা হয়েছে। বইমেলার সময়জুড়ে এই ভাস্কর্য থাকবে বলে উল্লেখ করেন আয়োজকেরা।
বাঁশ, থার্মোকল ও কাগজ মুড়িয়ে চার ফুট বেদিসহ এই ভাস্কর্য তৈরি করা হয়। এই ভাস্কর্য তৈরির সঙ্গে যুক্তছাত্র ইউনিয়ন একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি শিমুল কুম্ভকার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘লেখক, সাংবাদিক, সাহিত্যিক ও শিল্পীরা সেন্সরশিপের শিকার হচ্ছেন, তাই আমরা এটা তৈরি করছি। আমরা এমন কিছু তৈরি করতে চেয়েছিলাম, যা মানুষকে কথা বলতে এবং আমাদের দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মানুষকে ভাবতে বাধ্য করবে। রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তচিন্তা ও সৃজনশীলতার প্রতীক, বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদান রয়েছে।’