Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে ট্রাক চাপায় ঠিকাদারসহ নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ট্রাক চাপায় ঠিকাদারসহ নিহত ২
গোপালগঞ্জ শহরতলির বেদগ্রামে দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির স্বজনের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে ট্রাক চাপায় এক ঠিকাদারসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম গোল চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নুরু শিকদার (৫০) ও বাবু মণ্ডল (৫৫)। নুরু গোপালগঞ্জ পৌরসভার সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজুর ছেলে। বাবু রাজবাড়ী সদর উপজেলার ছোট রঘুনাথপুর এলাকার হাবিবুর মণ্ডলের ছেলে। অবকাঠামো উন্নয়নমূলক ঠিকাদারি ব্যবসা আছে নুরুর।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত হোসেন জানান, সহযোগী বাবুকে নিয়ে কোটালীপাড়া থেকে মোটরসাইকেলে করে শহরে ফিরছিলেন নুরু। বেদগ্রাম গোলচত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে উঠলেই ঢাকাগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং নুরু ঘটনাস্থল নিহত হন। বাবু গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাবুকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুরের ভাঙা এলাকায় পৌঁছালে বাবুর মৃত্যু হয় বলে জানান এসআই শওকত।

শওকত আরও জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে।

সওজের জমি দখল করে সাইনবোর্ড, মাটি ভরাট

উত্তরায় ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জন গ্রেপ্তার

হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ৫ সদস্যের তদন্ত কমিটি

শূকরের বাচ্চা নিয়ে মারামারি, বিএনপির দুই নেতা আহত

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

এটিজেএফবি অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

ঢাবি এলাকায় অটোরিকশা ভাঙচুর করে ছিনতাইচেষ্টা, আটক ৪

গজারিয়ায় মেঘনা নদীতে অজ্ঞাত তরুণের লাশ

দুটি ছাত্রসংগঠনের বাধার আশঙ্কায় ঢাবিতে আরেফিন সিদ্দিকের দোয়া মাহফিল স্থগিত

সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ