হোম > সারা দেশ > খুলনা

মুজিবনগর সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশি নারী-পুরুষকে পুশব্যাক

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশি নারী-পুরুষকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোরে ৯ জন পুরুষ ও ৫ জন নারী পুশব্যাক হয়ে তাঁদের নিজ নিজ বাড়ি ফিরে গেছেন।

এলাকাবাসী জানায়, রাত ৪টার দিকে সোনাপুর সীমান্তের কাঁটাতারের গেট খুলে দেয় বিএসএফ। এ সময় ৯ জন পুরুষ ও ৫ জন নারী ভারত থেকে বাংলাদেশ সীমান্তে ঢোকেন। তাঁরা হেঁটে সোনাপুর গ্রামে গিয়ে ভ্যানযোগে ভোরে মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জে পৌঁছান।

পুশব্যাক হয়ে আসা কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা কাজের খোঁজে অনেক আগে ভারতে গিয়েছিলেন। সেখানে শ্রমিকের কাজ করার একপর্যায়ে তাঁরা ভারতীয় পুলিশের হাতে আটক হন। বেশ কিছুদিন হাজতবাসের পর গতরাতে তাঁদের সোনাপুর সীমান্তে এনে আঙুলের ছাপ নেয় বিএসএফ সদস্যরা। পরে কাঁটাতারের গেট খুলে তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তাঁদের বাড়ি খুলনা ও যশোরের বিভিন্ন এলাকায়।

এ বিষয়ে জানতে চাইলে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘পুশব্যাকের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। বিজিবির কাছে কোনো তথ্য আছে কিনা তাও আমার জানা নেই।’

তবে পুশব্যাকের বিষয়ে জানতে চাইলে বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার খালেক বলেন, ‘আমাদের কাছে পুশব্যাকের কোনো তথ্য নেই।’

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন