হোম > সারা দেশ > খুলনা

‘আকবর ভাইয়ের কারণে শেষমেশ ফুটবলেই মেয়েটা সুনাম কুড়াল’

সাতক্ষীরা প্রতিনিধি

সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দে ভাসছে সাবিনা-মাসুরার জেলা সাতক্ষীরা। অন্য সময়ে ফুটবল খেলা তেমন না দেখলেও গতকাল সোমবার বিকেল থেকে টিভিতে খেলা দেখা মিস করেননি শহরের সবুজবাগ, বিনেরপোতাসহ বিভিন্ন এলাকার ফুটবল অনুরাগীরা।

এদিকে ফাইনালে গোল না পেলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন এলাকার মেয়ে সাবিনা খাতুন। জিতেছেন গোল্ডেন বুট। অধিনায়ক সাবিনা ও জাতীয় দলের অন্যতম খেলোয়াড় মাসুরা পারভিনকে স্বাগত জানাতে জমকালো সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।

আজ মঙ্গলবার সাবিনা-মাসুরার এলাকায় গিয়ে কথা হয় তাঁদের পরিবার ও স্থানীয়দের সঙ্গে। সাবিনার মা মমতাজ বেগম জানান, বাংলাদেশের সাফল্যে তিনি খুবই উচ্ছ্বসিত। মেয়েটার ধ্যান-জ্ঞান ফুটবলকে নিয়ে। আট গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছেন না। জাতীয় দলের সব মেয়ের জন্য শুভকামনা জানিয়েছেন মমতাজ বেগম।

সাবিনার বাবা সৈয়দ আলী গাজী মারা গেছেন ২০২০ সালে। অভিভাবকহীন পরিবারে সাবিনার বড় বোন সালমা খাতুনই এখন কর্ত্রী। খেলার বিষয়ে সালমা খাতুন বলেন, ‘সারা দিন অধীর আগ্রহে অপেক্ষা করেছি— জয়ের খবরটা কখন আসবে। অবশেষে সন্ধ্যার পরপরই টিভির পর্দায় যখন ভেসে উঠল বাংলাদেশ ৩-১ গোলে জয়ী। তখন মনে হয়েছিল আমার বোনটার স্বপ্ন সার্থক হয়েছে। আর রাতে যখন শুনলাম, সাবিনা সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পেয়েছে, তখন চোখ দিয়ে অনবরত আনন্দাশ্রু ঝরছিল। বাবার কথা খুব মনে পড়ছিল। কারণ বাংলাদেশের মধ্যে যেখানেই সাবিনা খেলা করতে যেত, বাবা ছুটে যেত।’ 

সালমা খাতুন ছোটবোন সাবিনার আজকের এই অবস্থানের পেছনে কোচ আকবরসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ‘আমাদের ছোটবেলাটা কেটেছে অভাব আর দারিদ্র্যের মধ্যে। সেই সময়টা ছিল খুবই সংগ্রামের। সাবিনা এখন বড় তারকা। অন্য বোনেরাও স্বাবলম্বী। সব মিলিয়ে মাকে নিয়ে ভালোই আছি।’ 

অপরদিকে সাতক্ষীরা সদরের বিনেরপোতায় নারী ফুটবল দলের অপর খেলোয়াড় মাসুরাদের বাড়িতেও চলছে জয়ের উৎসব। বাংলাদেশ দলের জয়ে বাবা রজব আলী শারীরিক অসুস্থতা সত্ত্বেও স্থানীয় মেলায় রাতভর দাপিয়ে বেড়িয়েছেন। 

মেয়ের বিষয়ে জানতে চাইলে রজব আলী বলেন, ‘আমি কলারোয়া থেকে সাতক্ষীরায় এসেছি ছোটবেলায়। সংসার চালাতে কখনো চা বেচতাম, কখনো সবজি বিক্রি করতাম। শহরের পিটিআই মাঠে স্থানীয় কোচ আকবর ভাই মেয়েদের ফুটবল খেলার প্রশিক্ষণ দিতেন। আমার বড় মেয়ে মাসুরা ওরফে মুক্তা পিটিআই এলাকার একটি স্কুলে ক্লাস থ্রিতে পড়ত। স্কুল শেষে সে বাসায় না ফিরে মাঠে থাকত। সে সময় সাবিনারা পিটিআই মাঠে খেলত। প্রথম প্রথম সাবিনাদের বল সীমানার বাইরে গেলে সে কুড়িয়ে আনত। এভাবে তার মধ্যে ফুটবলপ্রীতি তৈরি হয়। আমি এসবের কিছুই জানতাম না। যখন জানলাম, তখন বাধা দিয়েছিলাম। তবে আকবর ভাইয়ের অনুরোধে আমি আর না করতে পারিনি। শেষমেশ ফুটবলেই মেয়েটা সুনাম কুড়াল।’ 

মাসুরার মা ফাতেমা খাতুন বলেন, ‘আমরা খুবই গরিব মানুষ। এমনও দিন গেছে, অনাহারে থাকতে হয়েছে। ছোটবেলা থেকে মাসুরার খেলাধুলার প্রতি আগ্রহ দেখে আমি তাকে খেলা চালিয়ে যেতে বলেছিলাম। কোচ আকবর আলীই আমার মেয়েকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে। দুর্ভাগ্য হলো, এত বড় জয় আকবর আলী দেখে যেতে পারলেন না।’

ফাতেমা খাতুন জানান, মেজো মেয়ে সুরাইয়াকে বিয়ে দিয়েছেন। বড় মেয়ে মাসুরাকে বিয়ের কথা বললেই সে বকাঝকা করে। ফুটবলই ওর ধ্যান-জ্ঞান। ফুটবলের প্রতি ওর আগ্রহ দেখে বাবার অনিচ্ছা সত্ত্বেও খেলতে উৎসাহিত করেন তিনি।

সাতক্ষীরা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রিন্স বলেন, ‘নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হওয়ায় গর্ব অনুভব করছি। বিশেষ করে সাবিনা ও মাসুরার জন্য সাতক্ষীরাবাসী গর্বিত। তাঁরা দুজন সাতক্ষীরায় ফিরলে স্টেডিয়ামে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জমকালো সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

প্রসঙ্গত, স্থানীয় কিছু রক্ষণশীলের হুমকি উপেক্ষা করে সাতক্ষীরার স্থানীয় কোচ আকবর আলী মেয়েদের বিভিন্ন ইভেন্টে কোচিং করাতেন। বছরখানেক আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

সেকশন