হোম > সারা দেশ > খুলনা

বৃষ্টিতে সবজি ও মাছের ২০ কোটি টাকার ক্ষতি, বিপাকে ১০ হাজার কৃষক

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে বৃষ্টিতে সবজি ও মাছের প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির পর দিন যত গড়াচ্ছে, সবজির ক্ষতির পরিমাণ তত বাড়ছে। বৃষ্টিতে এ উপজেলার কমপক্ষে সাড়ে ১০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।’

তবে চাষিদের দাবি ক্ষয়ক্ষতির এ পরিমাণ দ্বিগুণ হবে। এ ক্ষতির কারণে ঋণগ্রস্ত কৃষকেরা চরম বিপাকে পড়েছেন।

চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ জানান, এই উপজেলায় প্রায় ৩০ হাজার কৃষক পরিবার রয়েছে। এখানের মোট আবাদি জমির পরিমাণ প্রায় ৩৫ হাজার একর। গত তিন দিনের বৃষ্টিতে এখানে ধান, পান, টমেটো, বরবটি, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসেবে ১৭ কোটি ৬৭ লাখ টাকার ক্ষতির হিসাব পাওয়া গেছে। এ ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

চিতলমারী জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, এ উপজেলায় ১৬ হাজার মাছের ঘের ও ৬ হাজার ৯৫৮ পুকুর রয়েছে। এর মধ্যে ২ হাজার ৫০০ ঘেরে বাগদা ও ১৩ হাজার ৫০০ ঘেরে গলদা চিংড়ির চাষ হয়। মাছচাষিরা উভয় ঘের ও পুকুরে চিংড়ি মাছের সঙ্গে সাদা মাছের চাষ করেন। এখানের চাষিরা বছরে ৫ হাজার টন গলদা চিংড়ি, ৩ হাজার টন সাদা মাছ ও ৪০০ টন বাগদা চিংড়ি উৎপাদন করে থাকেন।

গত তিন দিনের অতি বৃষ্টিতে এ উপজেলার সাড়ে ৫ হাজার চিংড়ি ঘের ও ৩০০ পুকুর ভেসে গেছে। এতে চাষিদের কমপক্ষে ১ কোটি ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উমাজুড়ি গ্রামের মাছচাষি স্বপন মণ্ডল, কুরমুনি গ্রামের সবজিচাষি হৃদয় বসু বুদ্ধ, শ্যামপাড়া গ্রামের প্রকাশ মাঝি, মৃণাল বৈরাগী, প্রদীপ বৈরাগী, শ্রীরামপুর গ্রামের তাপস ভক্ত, পারডুমুরিয়ার উত্তম বাড়ৈ ও দুর্গাপুর গ্রামের অরুণ সরকারসহ অনেক চাষি জানান, তিন দিনের অবিরাম বৃষ্টিতে তাঁদের ঘেরগুলো তলিয়ে গেছে। নেটজাল ও পাটা দিয়েও শেষ রক্ষা করতে পারেননি। এখন দেনার দায়ে জর্জরিত। দেনা পরিশোধ করবেন কীভাবে তা নিয়ে চিন্তিত।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন