হোম > সারা দেশ > খুলনা

ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে একটি বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পৌর শহরের চৌগাছা গ্রামের জহিরুল ইসলাম মিঠুর বাড়ির প্রধান ফটকের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জহিরুল ইসলাম মিঠু চৌগাছা ৪ নম্বর ওয়ার্ডের হাসান সরোয়ারের ছোট ছেলে এবং গাংনী বাজারের ওষুধ ব্যবসায়ী।
 
জহিরুল ইসলাম মিঠু আজকের পত্রিকাকে বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে প্রবেশ করার সময় একটি সবুজ কালারের ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে গাংনী থানার পুলিশ ব্যাগের মধ্যে থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার করে। 

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছি। দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

গাংনী থানার ওসি মো. তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে। এ ধরনের নোংরা কাজ সত্যিই দুঃখজনক। দুষ্কৃতকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন