হোম > সারা দেশ > খুলনা

ফ্যাসিবাদীর কারণে মাগুরার এমপি হয়ে ক্রিকেটার সাকিব পালিয়েছে: যুবদল সভাপতি

মাগুরা প্রতিনিধি 

মাগুরা নোমানী ময়দানে যৌথ কর্মী সভায় যুবদল সভাপতি। ছবি: আজকের পত্রিকা

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ‘১৬ বছর আওয়ামী লীগ এ দেশের জনগণকে শোষণ করেছে। বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। মানুষ কথা বলতে ভয় পেত। এই মাগুরা থেকে এমপি হয়ে ক্রিকেটার সাকিব (সাকিব আল হাসান) পালিয়েছে, সাইফুজ্জামান শিখর পালিয়েছে, তাদের নেতা কর্মীরা পালিয়েছে। কারণ একটাই, তারা ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা তৈরি করেছিল।’

আজ মঙ্গলবার শহরের নোমানী ময়দানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘তারেক রহমানের নির্দেশ, ১৬ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগের শোষণে বিএনপির যেসব নেতা কর্মী হামলা–মামলার শিকার তাদের মূল্যায়ন করা হবে। যারা সুযোগ সন্ধানী হয়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলে অনুপ্রবেশ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সজাগ থাকুন, এসব সুবিধাবাদী নেতা কর্মী ও সমর্থকদের ব্যাপারে।’

তারেক রহমান দেশে আসা প্রসঙ্গে যুবদল সভাপতি বলেন, ‘তিনি কিছু আইনি জটিলতায় দেশে এখনই আসতে পারছেন না। তবে এসব আইনি জটিলতা কেটে গেলে তিনি খুব শিগগিরই দেশে ফিরে আসবেন বীরের বেশে।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করে তিনি বলেন, ‘মাগুরার একজন নেতা ছিলেন মেজর জেনারেল মাজেদুল হক। তখন ধানমন্ডি ২৭ এ বিএনপির কার্যালয় ছিল। দেখেছি তিনি সব সময় থাকতেন সেখানে। খুব ভদ্র ও গুনি নেতা মাজেদুল হক। তিনি মারা গেছেন। এই মাগুরা এলে তার কথা মনে পড়ে।’

মোনায়েম মুন্না আরও বলেন, ‘প্রকৃত নেতারা সব সময় দলকে ভালোবাসেন। তাই তারা দলের প্রয়োজনে অসৎ কাজ থেকে বিরত থাকেন। আপনারা সেরকম কর্মী হোন, এটা তারেক রহমান প্রত্যাশা করেন।’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান

মোংলায় নিয়ন্ত্রণ হারানো ভটভটি উল্টে চালকসহ নিহত ২

যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে যশোরে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ

সেকশন