Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

খোকসায় বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক

প্রতিনিধি

খোকসায় বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক

খোকসা (কুষ্টিয়া): কুষ্টিয়ার খোকসায় মাঠের ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক কৃষাণীরা। প্রায় সকল জমির ধান পেকে যাওয়ায় এখন পুরোদমে ধান কাটা ও মাড়াই চলছে। তবে করোনার লকডাউনে শ্রমিক মজুরি কয়েক গুণ বেড়ে যাওয়ায় বিপাকে কৃষকরা। এ অবস্থায় খচর পুষিয়ে নিতে বাজারে ধানের ভালো দামের প্রত্যাশা কৃষকদের।

বসুয়া গ্রামের কৃষক লতিফ মন্ডল বলেন, এবছর বোরো ধান খুবই ভাল হয়েছে। খরার কারণে কিছুটা সমস্যা হলেও ধানের ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছে, এক সপ্তাহের মধ্যে পুরোপুরি কাটা হয়ে যাবে।

গোবিন্দপুর গ্রামের কৃষক ফরিদ উদ্দিন বলেন, মানুষ করোনার ভয়ে ঘরে থাকলেও আমাদের তো মাঠেই থাকতে হয়। করোনা না, ঝড় ও শিলাবৃষ্টি নিয়ে চিন্তায় আছি। এই সময়ে ঝড় ও শিলাবৃষ্টি হলে ধান নষ্ট হয়ে যাবে।

শিমুলিয়া গ্রামের কৃষক তাহাজ্জত হোসেন বলেন, এ বছর ধান ভালো হয়েছে। গত বছর দাম ভালো পাওয়ায় এবছর আরও বেশি জমিতে ধান চাষ করেছি। আগামী এক সপ্তাহের মধ্যে ধান কাটা শেষ হবে। শিলা বৃষ্টি, ঝড় না হলে আল্লাহর রহমতে ভালোভাবে ধান ঘরে তুলতে পারবো। তিনি আরও বলেন, করোনা ও লকডাউন এর কারণে শ্রমিক মজুরি বেড়েছে কয়েক গুণ। ৫০০ টাকা মজুরি দিয়েও লোক না পেয়ে নিজেরাই ধান কাটতে শুরু করেছি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৮ টি ব্লকের ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বোরো ধানের চাষ করেছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে পৌর এলাকায় ১১০ হেক্টর, খোকসা ইউনিয়ন ৯০ হেক্টর, জানিপুর ইউনিয়নে ৪৫ হেক্টর, বেতবাড়িয়া ইউনিয়নে ৭৫ হেক্টর, শিমুলিয়া ইউনিয়নের ১৩৫ হেক্টর, শোমসপুর ইউনিয়নে ৪০৫ হেক্টর, গোপগ্রাম ইউনিয়নে ২১৫ হেক্টর, আমবাড়িয়া ইউনিয়নে ১১৫ হেক্টর, জয়ন্তীহাজরা ইউনিয়নে ৫৫ হেক্টর ও ওসমানপুর ইউনিয়নের ৪৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে চলতি মৌসুমে।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা জানান, গেল বছরের চেয়ে এ বছর সরকার ধানের দাম বেশি নির্ধারন করেছে। এতে কৃষকরা লাভবান হবে। এবছর সরকার নির্ধারিত ধানের দাম ২৭ টাকা। গতবারের তুলনায় ১ টাকা বেশি। অপরদিকে সরকার নির্ধারিত চাউলের দাম ৪০ টাকা কেজি। গতবারের তুলনায় ৪ টাকা বেশি।

ওষুধ নেই, সংকট লোকবলেরও

তক্তা দিয়ে চিত্রা নদী পারাপার

ইউএনও দপ্তরের নাজিরকে মারপিট, থানা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

যশোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে স্থায়ী বহিষ্কার

মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগ: বিক্ষুব্ধ জনতার থানা ঘেরাও, সেনাবাহিনীর উপস্থিতিতে ছত্রভঙ্গ

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

খুলনায় চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু, শ্বশুর ও স্বামী পুলিশ হেফাজতে

সাবেক স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’, খালুর ২ চোখ তুলে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ যুবকের