Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

তিন দিনের বৃষ্টিতে দামুড়হুদায় তলিয়ে গেছে ৯২২ বিঘা জমি

প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) 

তিন দিনের বৃষ্টিতে দামুড়হুদায় তলিয়ে গেছে ৯২২ বিঘা জমি

তিন দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একাধিক ফসলের মাঠ। শিষ ধরা ধান, কপি, ঝাল, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসলের খেত এখন পানির নিচে। কৃষকের একমাত্র আয়ের উৎস বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় তাঁদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।

দামুড়হুদা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলায় গত সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। টানা তিন দিনের বৃষ্টিতে উপজেলার প্রায় ১ হাজার বিঘা ফসলি জমিতে পানি জমেছে। যার ফলে কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। ভরা মৌসুমে আমন ও আউশ ধান, গ্রীষ্মকালীন সবজি কফি ঝাল, মিষ্টি কুমড়া, পেঁপেসহ অনেক ফসলের জমি পানিতে তলিয়ে গেছে।

উপজেলার মোক্তারপুর গ্রামের কৃষক টোকন বলেন, আমাদের গ্রামের অধিকাংশ জমিতে পানি জমে রয়েছে। এই এলাকায় সবজি চাষ বেশি হয়। সারের দোকানে বীজের দোকানে ঋণ করে কৃষকেরা চাষাবাদ করেছে। কিন্তু টানা তিন দিনের বৃষ্টিতে সব তলিয়ে গেছে। এখন কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মনির বলেন, দামুড়হুদা উপজেলার সকল এলাকায় খবর নেওয়া হয়েছে। বৃষ্টিপাতের কারণে প্রায় ১২৩ হেক্টর বা ৯২২ বিঘা জমিতে পানি জমে আছে। এত কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। 

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর