Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কেশবপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

যশোরের কেশবপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাতে ওই কিশোরকে পার্শ্ববর্তী ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করায় পরিবার। অবস্থার অবনতি হলে আজ সোমবার খুলনা মেডিকেল কলেজে নেওয়ার পথে মৃত্যু হয় কিশোরের। 

মৃত স্কুলছাত্রের নাম—দিপু মল্লিক (১৫)। সে উপজেলার সরাপপুর গ্রামের রামপ্রসাদ মল্লিকের একমাত্র ছেলে। দিপু উপজেলার ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিল। 

পরিবার ও স্থানীয়রা বলছে, দিপু মল্লিক রোববার রাতে নিজের ঘরে মশারি টাঙিয়ে ঘুমিয়ে ছিল। রাত ১১টার দিকে মশারির ভেতর বিষধর সাপ ঢুকে তার ডান হাতে কামড় দেয়। শরীরে বিষের যন্ত্রণা শুরু হওয়ায় পরিবারের সদস্যদের জানালে বাড়ির পাশের ওঝা গৌর চন্দ্র নন্দীর কাছে নেওয়া হয়। ওঝা রাতে ঝাড়ফুঁক করে বিষ নামাতে ব্যর্থ হন। 

পরে অবস্থার অবনতি হলে ভোরে দিপুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ডুমুরিয়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরে পরিবার, স্বজনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের সৃষ্টি হয়। 

ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দিপু মল্লিক নবম শ্রেণির বাণিজ্য বিভাগের মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যুর খবরে বিদ্যালয়ের সকলেই শোকাহত হয়ে পড়েছে।’ 

ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াজ সবুজ বলেন, ‘সাপের কামড়ে নিহত দিপু মল্লিক সোমবার বিকেলে ভালুকঘর রথখোলা শ্মশানে সৎকার করা হয়েছে।’

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর