হোম > সারা দেশ > সাতক্ষীরা

ট্রাকচাপায় প্রাণ গেল স্ত্রীর, স্বামী হাসপাতালে

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত ও স্বামী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রেহেনা পারভীন (২২) শেখ নয়নের (৩০) স্ত্রী। নয়ন শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডিপুর গ্রামের শেখ শাহিনের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, নয়ন ও রেহেনা সকালে পাসপোর্ট করার জন্য মোটরসাইকেলে করে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। পাসপোর্ট অফিসের কাজ শেষে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাক তাঁদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে মারা যান রেহেনা। গুরুতর আহত হন শাহীন। পরে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থল থেকে নয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রুপা রানী রে পাল জানান, নিহত শাহিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ট্রাক এবং দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি। নিহত ও আহতের পরিবারের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি