Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় গরুর গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় গরুর গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে ধানবোঝাই গরুর গাড়ির চাকায় পিষ্ট হয়ে আল আমিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত আল আমিন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর পূর্ব পাড়ার উজ্জ্বল হোসেনের ছেলে। 

এলাকাবাসী জানান, শুক্রবার বেলা ৩টার দিকে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল শিশু আল আমিন। এ সময় একই ইউনিয়নের হাবিবপুর গ্রামের ডুবো আলী এলাকার খড়ের মাঠ থেকে গরুর গাড়িতে ধানবোঝাই করে বাড়ি ফিরছিলেন। এ সময় গরুর গাড়ির চাকার নিচে পড়ে যায় আল আমিন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘হাসপাতালে আনার আগেই সে মারা যায়। আল আমিনের বুকের হাড় ভেঙে গেছে এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’ 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘সদর হাসপাতালে নিয়োজিত পুলিশ সদস্যদের কাছ থেকে ঘটনা শুনেছি। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু, শ্বশুর ও স্বামী পুলিশ হেফাজতে

যশোরে খালুর দুই চোখে উপর্যুপরি আঘাত করে পালিয়েছেন যুবক

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ