সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ২ বন্ধু নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৯: ৫০
ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহতের পর ঘটনাস্থলে স্থানীয়রা ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার মাধবকাটি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে মাধবকাটি ঠিকানা ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সাতক্ষীরা শহরের মুনজিতপুরের শাহানুজ্জামানের ছেলে আল হেলাল জয় (২০) ও সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের হাবিবুল্লাহ গাজীর ছেলে তানজিমুল হোসেন শিহাব (১৮)। শিহাব সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করেন। সম্পর্কে তাঁরা বন্ধু।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলওয়ার হোসেন জানান, জয় ও শিহাব দুই বন্ধু মিলে মঙ্গলবার বেলা ৩টার দিকে মোটরসাইকেলে ঝাউডাঙা থেকে সাতক্ষীরায় ফিরছিলেন। তাঁরা মাধবকাটি এলাকার ঠিকানা ব্রিকসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জয় ও শিহাব মারা যায়।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিপোর্ট মনিরামপুর: নানা খাতে টাকা লোপাট নামমাত্র মাঠ প্রশিক্ষণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুবি কমিটি বিলুপ্ত, রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত

শুধু সংরক্ষণব্যবস্থা না থাকায় পেঁয়াজ আমদানি করতে হয়: কৃষি বিপণনের ডিজি

এবার পৌষ্য কোটা বাতিলের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ