Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সাকিবের আসনে নৌকার ভোট কমেছে ৮৩ হাজার

মাগুরা প্রতিনিধি

সাকিবের আসনে নৌকার ভোট কমেছে ৮৩ হাজার

দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান জয়লাভ করলেও নৌকার প্রাপ্ত ভোটের সংখ্যা কমেছে। ২০১৮ সালের নির্বাচনে প্রাপ্ত ভোটের তুলনায় এবার কমেছে ৮৩ হাজার। ওই নির্বাচনে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ১৯৮ ভোট। 

পাঁচ বছর পর ২০২৪ সালে দ্বাদশ সংসদ সংসদে সাকিব আল হাসান পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। প্রদত্ত বৈধ ভোটের হিসাবেও দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে একাদশ সংসদ নির্বাচন থেকে ৯৬ হাজার ২৬১টি কম। 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের তথ্য বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। 

 ২০১৮ সালের নির্বাচনে মাগুরা–১ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫০ হাজার ৪৮ জন। পাঁচ বছর পর দ্বাদশ সংসদ নির্বাচনে ৫০ হাজার ৪৩৭ জন ভোটার যোগ হয়ে মোট ভোটার দাঁড়ায় ৪ লাখ ৪৮৫ জনে। 

দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার বাড়লেও বাড়েনি প্রদত্ত মোট বৈধ ভোটের সংখ্যা। ২০১৮ সালে যেখানে বৈধ ভোট ছিল ২ লাখ ৯১ হাজার ৪৮৭টি। সেখানে এবার সাকিব আল হাসানের প্রার্থী হওয়ার পর বৈধ ভোট হয়েছে ১ লাখ ৯৫ হাজার ২২৬টি। মোট ভোটের প্রায় অর্ধেক এবার ভোট দেয়নি বলে হিসাবে উঠে আসে। 

মাগুরার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট পড়েছে কম। এমনকি আওয়ামী লীগের ভোট পুরোপুরি পড়লেও প্রদত্ত ভোট ২ লাখের বেশি হওয়ার কথাও অনেকে মনে করছেন। 

অন্যদিকে, ২০১৮ সালে নির্বাচনের প্রেক্ষাপট ও ২০২৪ সালের নির্বাচনে প্রেক্ষাপট বিবেচনা করলে নৌকার ভোট সাকিব আল হাসানের প্রাপ্ত ভোট থেকে বেশি হওয়ার কথা মনে করছেন স্থানীয় ভোটাররা। 

সাইদুল মোল্লা নামে সদর এলাকার এক ভোটার বলেন, ‘নৌকার ভোট বেশি হওয়ার কথা। টানা তিনবার সরকার ক্ষমতায়। ভোটার নৌকার ছাড়া আছে কি। মনে হচ্ছে অনেকে ভোটই দিতে কেন্দ্রে যাননি।’ রাজনৈতিক নানা সমীকরণের কথা মনে করিয়ে দিলেন এই ভোটার। 

শ্রীপুরের খামারপাড়ার এলাকার নান্নু শেখ বলেন, ‘শ্রীপুরে সাকিব আল হাসান ভোট পেয়েছেন বেশি। বরং সদরের থেকে শ্রীপুরের অন্য দল থেকেও সাকিবকে ভোট দিতে শুনেছি। তবে ২০১৮ সাল থেকে এবারের নির্বাচন সেরকম ভোটার উপস্থিত হয়নি বলে মোট ভোট ও নৌকার ভোট কমেছে।’

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ