যশোরের কেশবপুরে মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে ইয়াসমিন খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
শিশুটি উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের তেঘরি গ্রামের কৃষক জাহাঙ্গীর মোড়লের মেয়ে। সে স্থানীয় তেঘরি কওমি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল।
শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) তেঘরি ওয়ার্ডের সদস্য মতিয়ার রহমান মোড়ল।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। বৃষ্টির সময় প্রতিবেশী আমজাদ আলীর মাটির গোয়ালঘরের পাশে দাঁড়ালে দেয়াল ধসে শিশুটি চাপা পড়ে। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে সে মারা যায়।
বিদ্যানন্দকাটি ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে দেয়ালটি ভিজে ধসে পড়ে। শিশুটি ওই স্থানে থাকায় সে দেয়ালের নিচে চাপা পড়ে আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।