Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কেশবপুরে মাটির ঘরের দেয়ালচাপায় শিশুর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে মাটির ঘরের দেয়ালচাপায় শিশুর মৃত্যু

যশোরের কেশবপুরে মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে ইয়াসমিন খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। 

শিশুটি উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের তেঘরি গ্রামের কৃষক জাহাঙ্গীর মোড়লের মেয়ে। সে স্থানীয় তেঘরি কওমি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল। 

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) তেঘরি ওয়ার্ডের সদস্য মতিয়ার রহমান মোড়ল। 

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। বৃষ্টির সময় প্রতিবেশী আমজাদ আলীর মাটির গোয়ালঘরের পাশে দাঁড়ালে দেয়াল ধসে শিশুটি চাপা পড়ে। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে সে মারা যায়। 

বিদ্যানন্দকাটি ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে দেয়ালটি ভিজে ধসে পড়ে। শিশুটি ওই স্থানে থাকায় সে দেয়ালের নিচে চাপা পড়ে আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট