ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে ৪ বাংলাদেশি আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১৬: ৫০

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। 

বরিশাল জেলার চরগোপালপুর গ্রামের সাইফুল মুন্সি (৩৫), এই গ্রামের এক নারী (২৭), নেত্রকোনা জেলার সর্বদীঘিয়া গ্রামের তরুণী (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগর গ্রামের আরেক (২৪) নারীকে আটক করা হয়। 

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল আলম বলেন, ভারতে পাচারের সময় কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। সেই মামলায় পাচারকারীরাও আসামি রয়েছেন। 

এদিকে ভারত থেকে বাংলাদেশে পাচার করা প্রায় সাত লাখ টাকা মূল্যের তিনটি গরু চান্দুড়িয়া সীমান্তে জব্দ করেছে বিজিবি।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেসবুকে পোস্ট দেওয়ার পর গ্রেপ্তার সাবেক নেতা

নিপোর্ট মনিরামপুর: নানা খাতে টাকা লোপাট নামমাত্র মাঠ প্রশিক্ষণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুবি কমিটি বিলুপ্ত, রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত

শুধু সংরক্ষণব্যবস্থা না থাকায় পেঁয়াজ আমদানি করতে হয়: কৃষি বিপণনের ডিজি