সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে ট্রাকের ধাক্কায় উর্মিলা মণ্ডল (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার গোয়ালডাঙ্গা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত উর্মিলা উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের রঞ্জন মন্ডলের স্ত্রী। তিনি মাঠে দিনমজুরের কাজ করতেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, রোববার সকালে উর্মিলা বাড়ি থেকে বের হয়ে মাঠে কাজ করতে যাচ্ছিলেন। পথে বাজার এলাকায় পৌঁছাল দুটি মাটিবাহী ট্রাক পাশ কাটাতে গিয়ে উর্মিলাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক গোয়ালডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন গাজী পালাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।