হোম > সারা দেশ > যশোর

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

যশোর প্রতিনিধি

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যশোর শহরে জসিম উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার রাত ৯টার দিকে শহরের বকচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক মনিরামপুর উপজেলার হাকোবা গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে ও স্থানীয় ভাই ভাই গোল্ডেন হ্যাচারির ব্যবস্থাপক।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ‘মনিরামপুর থেকে আজ সন্ধ্যার দিকে ব্যবসায়ী কাজে জসিম (২৮) জেলা শহরে আসেন। শহরের বকচর শেখ হাসিনা সফটওয়্যার পার্ক এলাকায় তিনি দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় যশোর সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই নয়ন হোসেন বলেন, ‘মোটরসাইকেলে করে জসিম হ্যাচারি থেকে কাজ শেষে রিপন নামে তার এক সহকর্মীর সঙ্গে শহরে আসেন। কি কারণে এসেছিলেন সেটা আমরা জানি না।

রাতে খবর পেয়েছি, জসিমকে কারা ছুরি মেরেছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এসে দেখি ভাইয়ের মরদেহ মর্গে। আর কিছু বলতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘রিপন নামে ভাইয়ের যে সহকর্মী ছিলেন তার ফোনও এখন বন্ধ পাচ্ছি।’

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ মর্গে রয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে; পুলিশ তদন্ত করছে।’

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার