হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে আটক ১

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে অনিমেষ বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয়রা আটক করে তাঁকে পুলিশে সোপর্দ করে। অনিমেষ উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা।

স্থানীয় কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. দুলু কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে কালীনগর গ্রামের জালাল শেখের দোকানের সামনে স্থানীয় কয়েকজনের সঙ্গে ধর্ম নিয়ে অনিমেষের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেন তিনি।

ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় অনিমেষ পালিয়ে যাওয়ার চেষ্টার করলে রাত ১১টার দিকে স্থানীয় লোকজন তাঁকে আটক করে নড়াগাতী থানা-পুলিশে সোপর্দ করে।

কালিয়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান এই ঘটনাকে ধৃষ্টতা আখ্যা দিয়ে অনিমেষের শাস্তি দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা আজকের পত্রিকাকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য অনিমেষকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি

জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার, ৩৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্র ও ককটেলসহ আটক ২

ঘন কুয়াশায় অচ্ছন্ন গাংনী, দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

মনিরামপুরে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

খুলনায় ডাম্পট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসক আটক

৯ কোটির প্রকল্প, নেই সুফল

খুলনা পাউবোর যান্ত্রিক ওয়ার্কশপে ২৬ লাখ টাকা অনিয়মের প্রমাণ পেল দুদক

মোংলা বন্দরে নিলামে উঠেছে ৭০টি দামি গাড়ি

সেকশন