ঝিনাইদহ প্রতিনিধি
সাতক্ষীরা জেলহাজত থেকে পলাতক এক কয়েদিকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ বিজিবি। আজ মঙ্গলবার দুপুরে জেলার মহেশপুর মাটিলা সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
গ্রেপ্তার শফিকুল ইসলাম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মোহনপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে। তিনি স্ত্রী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি। ভারতে পালানোর সময় আজ তাঁকে গ্রেপ্তার করা হয় বলে বিজিবির পাঠানো মেল বার্তায় জানানো হয়।
ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে কয়েকজন কয়েদি পালিয়ে যান। তার মধ্যে জেল পলাতক এক আসামি মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের একটি টহল দল অভিযান চালায়।
দুপুর ১২টার দিকে ওই আসামি মাটিলা এলাকায় সীমান্ত পিলার ৫৩-এর কাছে ঈদগাহ এলাকায় অবস্থান করছেন জানা যায়। সে সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্তসংলগ্ন কোদলা নদীতে ঝাঁপ দেন শফিকুল ইসলাম। পরে বিজিবি সদস্যরা নদীতে ঝাঁপ দিয়ে তাঁকে ধরতে সক্ষম হন।
বিজিবি আরও জানায়, শফিকুল ইসলাম নিজের স্ত্রীকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ২০২২ সালের ১ জুন থেকে সাতক্ষীরা জেলা কারাগারে হাজতবাস করছিলেন।