হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলে মাদক মামলায় তাসলিমা বেগম (৫০) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সাইফুল আলম এ দণ্ডাদেশ দেন। রায়ে একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্ত তাসলিমা সাতক্ষীরা সদরের ছয়ঘুরিয়া গ্রামের মো. মুকুল মোল্যার স্ত্রী।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত নারী পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ এপ্রিল দুপুরে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া শিবতলা কালীমন্দিরের সামনে নড়াইলগামী যাত্রীবাহী বাস তল্লাশির সময় তাসলিমা বেগম পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করে দেহ তল্লাশির পর ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই নুরুস সালাম সিদ্দিক তাসলিমার নামে আদালতে চার্জশিট দাখিল করেন। মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামি তাসলিমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

সেকশন