হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় দুটি নতুন পানি শোধনাগার প্ল্যান্ট উদ্বোধন

বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় নতুন পানি শোধনাগার প্ল্যান্ট উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা

দেশজুড়ে আজ শনিবার পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। সুপেয় পানি সংরক্ষণ ও নিরাপদ পানির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে সাতক্ষীরার আলিপুর ও গাবুরায় দুটি নতুন পানি শোধনাগার প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে।

বেসরকারি খাতের উদ্যোগ ‘প্রবাহ’-এর অধীনে এই দুটি নতুন প্ল্যান্ট চালু করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশের ২৫টি জেলায় এ উদ্যোগের অধীনে এ ধরনের প্ল্যান্টের সংখ্যা দাঁড়াল ১২৬টি।

আর্সেনিক দূষণ ও নোনাপানিকবলিত অঞ্চলে ধারাবাহিকভাবে নিরাপদ ও পরিচ্ছন্ন পানি সরবরাহ করার ক্ষেত্রে কাজ করা ‘প্রবাহ’ এবার ১৬তম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে। সংস্থাটি সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মধ্যে প্ল্যান্ট স্থাপন করার মাধ্যমে নিরাপদ পানির সংকট সমাধান ও সুপেয় পানি প্রয়োজন এমন মানুষদের জন্য তা সহজলভ্য করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

প্রবাহ সূত্রে জানা গেছে, বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে অগভীর নলকূপে আর্সেনিক দূষণ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে। খাবার পানিতে আর্সেনিক ও নোনাপানির কারণে কয়েক লাখ মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তন এই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। খরা ও সমুদ্রস্তর বাড়ার কারণে স্বাদুপানির উৎসগুলোয় নোনাপানির অনুপ্রবেশ বাড়ছে। এই ভয়াবহ অবস্থা বাংলাদেশের জন্য বিশ্ব পানি দিবসের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

সংস্থাটির মুখপাত্র আহমেদ রায়হান আহসানউল্লাহ বলেন, ‘১৬তম বর্ষপূর্তিতে প্রবাহ দেশজুড়ে এর কার্যক্রম বিস্তৃত করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পানির সংকট মোকাবিলা করতে চায়। নিরাপদ সুপেয় পানির দীর্ঘমেয়াদি সহজলভ্যতা নিশ্চিত করবে—এমন একটি টেকসই মডেল সমাধান নিয়ে আসার জন্য কাজ করছি আমরা।’

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের