হোম > সারা দেশ > খুলনা

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১৫: ৩২
ইউএনওর সঙ্গে অভিযানে অংশ নেওয়া তরুণেরা। ছবি: আজকের পত্রিকা

পরিবেশ সুরক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান শুরু করেছেন শ্যামনগরের পাঁচ তরুণ। গতকাল বুধবার উপজেলা সদরের শ্যামনগর সরকারি মহসীন কলেজ ক্যাম্পাস থেকে গন্তব্য বাগেরহাটের উদ্দেশে যাত্রা করেন তাঁরা।

পথে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুনের দপ্তরে উপস্থিত হয়ে পাঁচ তরুণ নিজেদের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে তাঁকে অবহিত করেন। আহাদুল্লাহ, রাফিউল্লাহ, মিথুন, রায়হানুল ইসলাম ও ফিরোজ নামের ওই পাঁচ তরুণ শ্যামনগর সরকারি মহসীন কলেজের ছাত্র। নিজেদের প্রতিষ্ঠানের রোভার গ্রুপেরও সদস্য তাঁরা।

অভিযানে অংশ নেওয়া তরুণদের শুভেচ্ছা জানাতে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল রিফাত, প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, সিডিও পরিচালক গাজী আল ইমরান, উপজেলা রেফারি সমিতির সম্পাদক তৈয়েবুর রহমান বাবলু।

ইউএনও মোছা. রনী খাতুন অভিযানে অংশ নেওয়া তরুণদের সাফল্য কামনার পাশাপাশি নিজেদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় অভিযানে অংশগ্রহণকারীদের চকলেটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী সরবরাহ করেন।

অভিযানের দলনেতা আহাদুল্লাহ বলেন, তাঁরা প্লাস্টিক ও পলিথিন বর্জনের পাশাপাশি দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়ে প্রচারণা চালাবেন। এ ছাড়া বাল্যবিবাহের কুফল, ইভ টিজিং বন্ধ, মাদক পরিহারসহ ডেঙ্গু সচেতনতার বিষয়ে লিফলেট বিতরণ করবেন। শ্যামনগর সরকারি মহসীন কলেজের রোভার গ্রুপের পক্ষ থেকে তাঁরা এমন উদ্যোগ নিয়েছেন বলেও জানান।

রাফিউল্লাহ জানান দিনে তাঁরা ন্যূনতম ৩০ কিলোমিটার পথ হাঁটার মাধ্যমে ষষ্ঠ দিনে বাগেরহাট সরকারি কলেজে পৌঁছাবে। শ্যামনগর থেকে যাত্রা শুরু করে কালীগঞ্জ, খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ হয়ে চুকনগর দিয়ে খুলনা হয়ে বাগেরহাট পৌঁছাবে। পথে নিকটস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে রাত্রিকালীন যাত্রাবিরতির পাশাপাশি ওই কলেজের গ্রন্থাগার ব্যবহার করবে পড়ার কাজে।

ইউএনও রনী খাতুন বলেন, তরুণেরা সব সময় জাতিকে পথ দেখায়। দীর্ঘ পথ হেঁটে শ্যামনগরের পাঁচ তরুণ যে বার্তা মানুষের কাছে পৌঁছাবেন, তা অন্তরে গ্রহণ করলে মানুষ ভালো কাজে উৎসাহ পাবে।

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

সেকশন