Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

হামলার মামলায় নড়াইলের সাবেক মেয়র আঞ্জুমান জেলে

নড়াইল প্রতিনিধি 

হামলার মামলায় নড়াইলের সাবেক মেয়র আঞ্জুমান জেলে
নড়াইল আদালত প্রাঙ্গণে পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় নড়াইল পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা ও জেলা পরিষদের সাবেক সদস্য খোকন কুমার সাহাকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে দুজন জামিন আবেদন করলে বিচারক শারমিন নিগার তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আঞ্জুমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও খোকন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁরা ২৭ জানুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। তখন তাঁদের আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে দুজন হাজির হন।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ৪ আগস্ট দুপুরে মিছিল নিয়ে শহর অভিমুখে রওনা হয়। মিছিলটি চিত্রা নদীর ওপর নির্মিত সেতুর পূর্ব পাশে পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করেন। সেই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছাত্র-জনতাকে গুরুতর আহত করেন।

এ ঘটনায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন। এতে ৯০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

এ ছাড়া স্থানীয় বিএনপি নেতা মো. ওয়াহিদুজ্জামান ১৯ সেপ্টেম্বর সদর আমলি আদালতে নালিশি মামলা করেন। এতে ৭২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে ২৫ সেপ্টেম্বর সদর থানায় এটি এজাহার হিসেবে গণ্য হয়। এ মামলায় দুজন জামিন পেতে আদালতে হাজির হয়েছিলেন।

খুবির নির্মাণাধীন ভবনের রড চুরি, আটক ১

মহেশপুরে ‘স্বর্ণ পাচার চক্রের বিরোধে’ গুলি, আহত ১

সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি

বিএনপি নেতার বাড়িতে মিলল বিদেশি পিস্তল ও গুলি, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন বন্ধের দাবি নিসচার

দুদকের ঘুষ গ্রহণ মামলায় খুলনায় প্রকৌশলীর ৫ বছরের কারাদণ্ড

ইবির পরিসংখ্যান বিভাগের নতুন নাম পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান

খুবিতে ইউনিভার্সিটি ইনোভেশন হাবের ‘অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

সুন্দরবনের আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে, চলছে সর্বশেষ তল্লাশি

খুলনায় ভিপি নুরসহ গণঅধিকারের ৫ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের ২ মামলা