মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে মো. নুরনবী (২৬) নামের এক শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রোনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরনবী পলাশবাড়িয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের ওকিলউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, আজ সকালে কালীশংকরপুর ঘাটে বালু আনতে যাচ্ছিলেন নুরনবী। উপজেলার রোনগর ব্রিজ এলাকায় একটি ছাগল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায় ট্রলিটি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে চালকের মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান-উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে উল্টে গিয়ে চালকের মৃত্যু হয়। এ সময় তিনি ট্রলিতে একাই ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।